Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

ফেনী নদী পরিদর্শনে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদী পরিদর্শনে এসেছেন বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ প্রতিনিধি দল ।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল মৈত্রী সেতুর ওপারে ভারতীয় প্রতিনিধি দলের সাথে যৌথভাবে রামগড়-সাবরুম সীমান্তে অবস্থিত ফেনী নদী থেকে ভারতের পানি উত্তোলনের ও বোরিংয়ের প্রস্তাবিত স্থান এবং ফেনী নদীর তীর রক্ষায় ব্লক স্থাপন কার্যক্রম এলাকা পরিদর্শন করেন।

পরে দুই দেশের প্রতিনিধি দল সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হন। প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ জেলার জেলা প্রশাসক সাজু ওয়াহিদ।

প্রতিনিধি দলের সদস্য ও রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মু. ইফতেখার উদ্দীন আরাফাত জানান, সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে ইনটেক ওয়েলে বা কূপ খনন করে পাইপের মাধ্যমে সমঝোতার ১.৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। জল প্রবাহের ভারতীয় অংশে না করে নদীর মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশল গত যর্থাথতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন এ প্রতিনিধি দল। তিনি আরো জানান, ফেনী নদীর তীর রক্ষায় নদীর যে সব স্থানে ব্লক স্থাপন করা হবে সেসমস্ত জায়গাও পরিদর্শন করেন । এসময় বাংলদেশ অংশ নদীর তীর রক্ষায় ব্লক স্থাপন কার্যক্রমের ব্যাপারেও আমাদের পক্ষ থেকে আলোচনা করা হয়।

এসময় বাংলাদেশের পক্ষে ১৫সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো’র) চট্টগ্রাম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দুখাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব নাজমুল ইসলাম ভূঁইয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের সহকারি পরিচালক ফৈরদৌস হোসেন, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত সহ প্রমুখ।অন্যদিকে ভারতীয় ১১ সদস্যেরপ্রতিনিধি দলের অন্যরা হলেন, ত্রিপুরা সরকারের প্রধান প্রকৌশলী গনপূর্ত (পানি সম্পদ) নিখিল দেবনাথ, প্রধান প্রকৌশলী গনপূর্ত ইঞ্জিঃ রাজীব দেববর্মা, তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিঃঅজিত কুমার দেববর্মা, কমান্ডিং অফিসার ৯৬ ব্যাটালিয়ন বিএসএফ অধিনায়ক রাজ পাল সিং সহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১২সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাবার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্বান্ত নেওয়া হয়।পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে সমঝোতা স্মারক সই হয়।

Related Articles

Back to top button