চেঙ্গী দর্পন প্রতিবেদক, সোনাগাজী, ফেনী :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, ১১ জানুয়ারি ২০২৫, শনিবার সন্ধ্যা ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ঢেউটিন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ইমরান। নিহত ইমরান হোসেন (২৯) পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। সে সোনাগাজী উপজেলার পাইক পাড়া গ্রামের আহসান উল্লাহর ছেলে।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, চট্টগ্রাম থেকে আসা ঢেউটিন বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা এক যুবক চাপা পড়েন। ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।