
ফরিদপুর :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সার্জারি ভবনের লিফটের আন্ডারগ্রাউন্ডে এক অজ্ঞাত নামা ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে লিফটম্যান তীব্র দুর্গন্ধ অনুভব করে লিফটের নিচতলার দরজা খুললে, সেখানে একটি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, মৃতদেহটি প্রায় ৪-৫ দিন আগের, কারণ মরদেহটি বেশ ফুলে গেছে এবং পচন ধরেছে।
মরদেহটি আপাতত ঘটনাস্থলেই রয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে লাশটি উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর হাসপাতাল চত্বরে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।