ফটিকছড়িতে হালদার পাড় কাটায় প্রশাসন কর্তৃক ড্রেজার মেশিন ও ট্রাক জব্দ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
ফটিকছড়িতে হালদা নদীর পাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
১৭ জানুয়ারি ২০২৪ ,বুধবার বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভা ও হারুয়ালছড়ি ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের নাছির মোহাম্মদ ঘাট এলাকা হতে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র হালদা নদীর পাড় কেটে মাটি পাচার করে আসছিল। খবর পেয়ে বুধবার ঐ স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে মাটি বহন কাজে নিয়োজিত একটি ডাম ট্রাক জব্দ করতে সক্ষম হলেও জড়িতরা পালিযে যায়।
এর আগে হারুয়ালছড়ি ইউনিয়নের পাট্টিল্যার কুল এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ জব্দ করা হয়।এসময় বালু উত্তোলনে জড়িত মানিক নামের এক ব্যাক্তি থেকে মুচলেকা নেন ভ্রাম্যমান আদালত।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন হালদা রক্ষাতে প্রশাসন জিরো টলারেন্সে। এ নদী থেকে বালু – মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।