ফটিকছড়িতে রোটারি ক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়িতে রোটারী ক্লাব অব গ্ৰেটার চিটাগাং কর্তৃক একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই ২০২৩ ,রবিবার সকালে উপজেলার কাজীরহাট বাজারে নব নির্মিত দুইটি যাত্রী ছাউনি উদ্বোধনের পাশাপাশি ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য ২৫ লক্ষ টাকা ব্যয়ে অডিটরিয়াম নির্মানের ভিত্তি প্রস্তর করেন নেতৃবৃন্দ।
একইদিন ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের লাইব্রেরীর জন্য বই প্রদান,ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরনের অংশ হিসেবে ছাতা ও রেইন কোট র্বিতরণ করা হয়।
রোটারী ক্লাব গ্রেটার চট্টগ্রামের প্রেসিডেন্ট শিল্পপতি জামাল উদ্দিনের অর্থায়নে এলাকার গরীব -অসহায় ব্যাক্তিকে গৃহ নির্মাণ, বাজারের ময়লা আবর্জনা পরিবহনের জন্য ভ্যান গাড়ি প্রদানের পাশাপাশি অচ্ছল ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার – রিক্সা ভ্যান সহায়তা দেয়া হয়।
দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল ড্রিস্টিক্ট ৩২৮২, বাংলাদেশের গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডিস্টিক্ট সেক্রেটারী আকবর হোসেন, এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর এমদাদুল আজিজ চৌধুরী, জোনাল কো অডিনেটর জামাল উদ্দিন আহমদ, এসিন্ট্যাট গভর্নর ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রোটারী ক্লাব অব ঢাকা হারমনির প্রেসিডেন্ট লুৎফর রহমান, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, প্রেসিডেন্ট জমির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, রোটারেক্ট নাঈম হাসান ইফতি , ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন, আওয়ামীলীগ নেতা তাপস চন্দ বাবু, লোকমান হোসেন প্রমূখ।
পরে রোটারী ক্লাব নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্টিত হয়।