Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

ফটিকছড়িতে চাচা-ভাতিজা আর মামা-ভাগনির ভোট যুদ্ধ চলছে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম  :
৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন হতে এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন চাচা-ভাতিজা, মামা-ভাগনি।

 

জানা গেছে, চট্টগ্রাম -২, ফটিকছড়ি সংসদীয় আসন হতে এবারের নির্বাচনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চার প্রার্থী একে অপরের নিকটজন ও আত্বীয়।

 

এর মধ্যে এ আসনের বর্তমান বর্তমান এমপি , ফুলেরমালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারী একই পরিবারের সদস্য। সম্পর্কে তাঁরা দুইজন চাচা -ভাতিজা। এক্ষেত্রে নজিবুল বশর মাইজভান্ডারী সাইফুদ্দিন মাইজভান্ডারীর চাচা হন।

 

অন্যদিকে, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ও একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারীর মধ্যে আত্বীয়তার সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে সাইফুদ্দিন মাইজভান্ডারী নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির মামা হন। খবর নিয়ে জানা যায়, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধি সাইফুদ্দিন মাইজভান্ডারী সনির ছোট চাচীর আপন বড় ভাই।

 

এদিকে, ফটিকছড়িতে চার নিকটাত্বীয়ের মধ্যে ভোট যুদ্ধ নিয়ে পুরো উপজেলা জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button