Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে ক্লিনিক – ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফটিকছড়িতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিমসহ থানা পুলিশের একটি টিম।

 

এসময় হাসপাতাল সড়কে অবস্থিত জনতা ডায়াগনস্টিক সেন্টার, সেবা ক্লিনিক, আল-হেলাল ডায়াগনস্টিক সেন্টার, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল পার্ক হসপিটাল, ফটিকছড়ি ক্লিনিক ও কেয়ার পয়েন্ট হসপিটালের লাইসেন্স নবায়ন না করায় ৭ মামলার বিপরীতে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

 

এছাড়া,একই বাজারের একটি ফার্মেসী মালিককে ঔষধের পাশাপাশি মুদি মালামাল,ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিক পণ্য বিক্রির অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

 

জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন মনে রাখতে হবে কেউ আইনের উর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতে হবে। তিনি আরো বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button