ফটিকছড়ি খাল হতে হাত পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফটিকছড়ি , চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১০দিন পর হাত-পা বাঁধা অবস্থায় সন্তোষ কুমার নাথ(৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০জুলাই ২০২৫ ,রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল এলাকায় লেলাং খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক ওই এলাকার সিমান্ত মহাজন বাড়ীর পরিমল নাথের পুত্র।পেশায় রিকশা চালক সন্তোষ এক ছেলে ও এক মেয়ের জনক।
স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে স্থানীয়রা খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে আমাকে জানায়।পরে থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পিতা পরিমল নাথ জানান, গত ১০জুলাই সন্ধ্যায় বাড়ী থেকে বিবিরহাটের উদ্দ্যেশ্যে বের হয়ে রাতে আর বাড়ি আসেনি সন্তোষ। বিভিন্ন স্থানে খবরা খবর নিয়েও তার খোঁজ না পেয়ে ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। তার পিতার দাবী বিবিরহাটে ব্যাটারি চালিত রিকশা বেচাকেনা নিয়ে সন্তোষের সাথে একটি পক্ষের বিরোধ চলে আসছিল।ঐ বিরোধের জের ধরে তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের পরিবারের দেওয়া সকল তথ্য যাচাই-বাছাই করে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।