চট্টগ্রাম অঞ্চল

ফটিকছড়ির আলোচিত মাহিন হত্যা আহত”র স্বজনের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,  ফটিকছড়ি (চট্টগ্রাম) :

ফটিকছড়ির আলোচিত মাহিন হত্যাকান্ডে
আহত হওয়া কিশোর রাহাতের বড় ভাই রিয়াদের উপর হামলা চালানোর খবর পাওয়া গেছে।

 

মামলায় ক্ষিপ্ত হয়ে স্খানীয় বদিউল আলম নামে এক ব্যাক্তি রিয়াদের দোকানে ডুকে এ হামলা চালান বলে জানা গেছে।

 

৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯ টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের চৌমুনী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

 

জানা যায়, বুধবার রাতে রিয়াদ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে হিসাব করছিল। এসময় বদি ও তার সাথে থাকা এক ব্যক্তি দোকানে ডুকে কেন তৈয়বকে মামলায় আসামী করা হয়েছে তার কৈফিয়ত জানতে চায়।তখন এ নিয়ে দুইজনের মধ্যে বাড়াবাড়ি হতে থাকে। এসময় বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইলে বদি তাদের উপর ক্ষিত হয়ে গালিগালাজ করতে থাকে। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃস্টি হলে খবরটি বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় শতশত মানুষ উপস্থিত হয়ে বদি ও তার সাথে থাকা ব্যক্তিকে দোকানের ভিতরে আটক করে থানায় খবর দেয়।

 

 

পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে বদিউল আলম ও তার সাথে থাকা ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন কাঞ্চন নগরে অস্থতিশীল পরিস্থিতর খবর পেয়ে সেখানে ফোর্স নিয়ে যাই। এসময় বাজারের ব্যবসায়ীদের হাতে আটক হওয়া বদিউল আলম নামসহ দুইজনকে আটক করে নিয়ে আসি। পরে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি বদির সাথে থাকা লোকটি ভাড়ায় মোটর সাইকেল চালক।তাই তাকে ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট ধারায় বদিউল আলমকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button