অপরাধচট্টগ্রাম অঞ্চল

ফটিকছড়িতে স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি ,চট্টগ্রাম:
ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নে চুরির আপবাদে মাহিন (১৪) নামে সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

শুক্রবার (২২ আগস্ট) ভোর ৫ টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেঙ্গুয়া ব্রিজ এলাকায় এ ঘটনা।ঘটে।

 

এ সময় মানিক ও রাহাত নামে দুই কিশোরকে বেড়ধক পেটানো হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মাহিন ঘটনাস্থলে প্রাণ হারায়।

 

নিহত মাহিন স্থানীয় কাঞ্চন নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং একই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির জনৈক লোকমানের ছেলে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মাহিন সহ তিন কিশোর চেঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন কিশোর দৌড়ে এসে তাদের ধাওয়া করে। প্রাণ ভয়ে তিনজন পাশ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। হামলাকারীরা ছাদে উঠে জোরপূর্বক তাদের নিচে নামিয়ে এনে ব্রিজের উপর বেধড়ক মারধর করে সটকে পড়ে। এতে ঘটনাস্থলে মাহিনের মৃত্যু ঘটে। গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। চোর সন্দেহে তাদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্টু তদন্ত পূর্বক বিচার দাবী করছি।

 

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ইতিমধ্যে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ জনক ভাবে নোমান ও আজাদ নামে দুইজনকে আটক করেছে। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button