Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
ফটিকছড়িতে লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি , চট্টগ্রাম:
ফটিকছড়িতে লোকালয়ে ধরা পড়া একটি মেছোবাঘ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
২৯ আগস্ট ২০২৫ ,শুক্রবার সকালে উপজেলার নানুপুর ইউনিয়নের রহমত বাডী থেকে এ মেছো বাঘটি উদ্ধার করা হয়। নানুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম জানান, শুক্রবার ভোরে বাঘটি জনৈক এয়াকুবের খামারে মুরগি খেতে এলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে তিনি এটিকে উপজেলা প্রশাসনের হেফাজতে দিতে নির্দেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রামবাসীর হাতে ধরা পড়া মেছোবাঘটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাদের কাছে এটি হস্তান্তর করা হবে।