Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে রাষ্ট্রের তিন প্রধান ব্যক্তিকে হুমকি দাতা যুবক আটক

নিজস্ব প্রতিনিধি ,ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দেওয়া মো. আলমগীর হোসেন (৪৮) নামে এক।যুকককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

 

২৮ জুন ২০২৫ ,শনিবার সকালে উপজেলার জাফত নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ। আটককৃত মো. আলমগীর জাফত নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্নু মিয়ার পুত্র।

 

শুক্রবার গভীর রাতে আলমগীর হোসেন নিজের ফেসবুক লাইভে এসে রক্তমাখা একটি ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দেন।

 

সেই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাকে দ্রুত গ্রেফাতারের দাবিও জানান অনেকে। পরে শনিবার সকাল ৮ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ বলেন, রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button