ফটিকছড়িতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলা ভবনের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ শিল্প পাড়ার পূর্ব পাশে আব্দুস শুক্কুর সর্দারের পাকা ভবনে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম বেশ কয়েক বছর ধরে উক্ত ভবনে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মোঃ আব্দুল গফুরের পুত্র এবং গ্রামীন ব্যাংক কাঞ্চন নগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার।
জানা যায়,নিহত আবুল হাশেম অফিসের কাজ শেষ করে নিয়মিত বেলকনিতে বসতেন। একই ভাবে সোমবার রাতেও বসেছিলেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ভবনটির বেলকুনির নীচে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।।
লাশ উদ্ধাকারী ফটিকছড়ি থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিল্ডিং থেকে পড়ে লোকটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।