অপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ,ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে হাঁচি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।
নিহত হাঁচি মিয়া একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অন্তর্গত নিশ্চিন্তা গ্রামের মৃত নজির আহম্মদের পুত্র।
২৭ আগষ্ট ২০২৫ ,বুধবার রামগড়-হেয়াকো সড়কের দাঁতমারা বাজার সংলগ্ন এলাকা থেকে সকাল ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।