Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

ফটিকছড়িতে খাস জায়গা দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি,ফটিকছড়ি , চট্টগ্রাম:
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে সরকারি খাস জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

২৫ আগস্ট ২০২৫ সোমবার দুপুরে ইউনিয়নের হেয়াকো বাজারে এ ঘটনা ঘটে।এ সময় উভয় পক্ষের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে খাগড়াছড়ি-বারৈয়ারহাট- আঞ্চলিক মহাসড়ক দেড় ঘণ্টার অধিক সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন শতশত যাত্রী ও সাধারণ মানুষ।

 

সংঘর্ষের আহতরা হলেন- মো. বাবুল, আব্দুল মালেক অনু ও মো. শরিফ। তারা সকলই স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা কর্মী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেঁয়াকো বাজারে সরকারি খাস।জায়গা দখল-বেদখল নিয়ে মানববন্ধন করে ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন গ্রুপ। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

তবে প্রশাসের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর বিএনপি নেতা নুরুল আমীন ও যুবদল নেতা নাছির উদ্দিন বিপ্লবের অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এরপর দুই পক্ষ থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ায লিপ্ত হয়।এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

জানতে চাইলে ভুজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন বলেন, হেঁয়াকো এলাকায় দলের নাম ভাঙিয়ে কোনো অবস্থাতেই চাঁদাবাজি সহ্য করা হবে না।

 

সাবেক জেলা যুবদল নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, এসব আমার বিরুদ্ধে অপপ্রচার। কোন ধরনের অন্যায় কাজে আমি জড়িত নই।

 

ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Related Articles

Back to top button