ফটিকছড়িতে ক্যাফ’র নতুন কমিটি গঠিত

ডেক্স রিপোর্ট :
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফটিকছড়ি (ক্যাফ) এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরস্থ আধুনিক কিন্ডারগার্টেন হলরুমে এক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিলুপ্তকমিটির চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দুল আজাদের।সভাপতিত্বে এবং মহাসচিব মাসুদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধানরা উপস্থিত ছিলেন।
নব গঠিত কমিটিতে চেয়ারম্যান নির্বচিত হয়েছেন অধ্যাপক এস এম মোস্তফা রাসেল। মহাসচিব কাজী মোদাচ্ছেরুল হক মোক্তার, ভাইস চেয়ারম্যান পদে এস এম ইউনুছ আলমগীর, মাসুদ চৌধুরী ও মেজবাউদ্দীন আহম্মদ সুজন। যুগ্ম মহাসচিব পদে মোহাম্মদ আলাউদ্দিন, আবু সালেহ টিপু ও আলী আকবর, সাংগঠনিক সচিব পদে এইচ এম হানিফ, অর্থ সচিব মোহাম্মদ মঈনুদ্দীন চৌধুরী, শিক্ষা সচিব আহমদ উল্লাহ বাবলু, সহ-শিক্ষা সচিব মোহাম্মদ আলাউদ্দিন আজিম এবং প্রচার ও প্রকাশনা মোহাম্মদ রেজাউল হক আমজাদ, নির্বাহী সদস্য মোহাম্মদ ছৈয়দুল আজাদ, জাহাঙ্গীর আলম, আবুল খায়ের মজুমদার ও আনোয়ারুল আজীম দায়িত্ব পেয়েছেন। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ছৈয়দুল আজাদ, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ইউনুস আলমগীর নির্বাচিত হয়েছেন।