Breakingআন্তর্জাতিকচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আখাউড়া স্থলবন্দরে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
ঈদুল আযহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর ৩ জুলাই ২০২৩, সোমবার সকাল থেকে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দরে ঈদুল আযহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল। সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, ঈদ উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দরে সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে সোমবার সকাল সাড়ে দশটায় ৪টি গাড়িতে করে সাড়ে ২২ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 

 

Related Articles

Back to top button