Breakingচট্টগ্রাম অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

প্রজন্ম মিরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিরসরাই , চট্টগ্রাম :
প্রজন্ম মিরসরাই আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) মিরসরাই উপজেলার মোট চারটি কেন্দ্রে সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

 

পরীক্ষার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজন্ম মিরসরাইয়ের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. রহিম উদ্দিন, সদস্য সচিব ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নুর। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী এবং প্রধান পরীক্ষক ছিলেন সাঈদ হাসান ওভি।

 

 

পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলো পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, প্রজন্ম মিরসরাইয়ের উপদেষ্টা এডভোকেট সাইফুর রহমান, রাজনীতিবিদ গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, এডভোকেট নুরুল করিম ইরফান, কামরুল হাসান এফসিএ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. আব্দুল হালিম, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু। এসময় প্রজন্ম মিরসরাই’র নির্বাহী পরিচালক সরওয়ার নিজামী, পরিচালক নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান, জোবায়ের আলম ইমন, প্রকৌশলী ওমর ফারুক, নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য পরিচালক, সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

প্রজন্ম মিরসরাই’ পরিচালক প্রকৌশলী ওমর ফারুক বলেন, আমরা বিশ্বাস করি, মেধাবৃত্তি পরীক্ষা শুধুমাত্র পরীক্ষা নয়; বরং শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই, সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রয়াস। অতি শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button