Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

পুলিশ, সাংবাদিক ও জনগণের একসাথে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে :পুলিশ সুপার কাওছার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
যেখানে কর্মমুখী থাকলে, সেখানেই অন্যায়, অপরাধ কম হয়। পুলিশ, সাংবাদিক ও জনগণের একসাথে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন– জেলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

 

০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার দুপুরে থানচি থানার কার্যালয়ে সাংবাদিক, ছাত্র-আন্দোলনের সমন্বয়ক সহ জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে এক মতবিনিয়ম কালে এসব কথা বলেন জেলার পুলিশ সুপার।

 

পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) বলেন, দেশের জনগণের সেবা দিতে দিনরাত পুরোপুরি সমানের পুলিশের দরজা সবসময়ই খোলা থাকবে, জনবান্ধব পুলিশের সেবা নিন, এলাকার অপরাধ ও অন্যায় কমিয়ে দিন। পুলিশের সাথে জনগণের যাতে দুরত্ব সৃষ্টি না হয় সেজন্য সজাগ থাকতে হবে এবং এলাকার জনপ্রতিনিধিদের সকলের সহযোগিতার আহবান জানান।

 

তিনি বলেন, পর্যটন শিল্পের খাতের ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হচ্ছে, থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার আপতত টুরিস্ট আগমনে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এলাকার মানুষের শান্তিতে বসবাসের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই রোধ আর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানার ইনর্চাজ নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ , বিভিন্ন মৌজায় হেডম্যানগণ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সমাজ ও টুরিস্ট গাইড ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button