Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

পিসিপি-র খাগড়াছড়ি জেলা শাখার ২০তম কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ২০তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে স্লোগান ছিল “দাসত্বের শৃঙ্খল ভাঙ্গতে পূর্ণ স্বায়ত্তশাসনের লড়াইয়ে যুক্ত হোন, ভূমি বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান”।

 

২৩ ফেব্রুয়ারি ২০২৫,রবিবার খাগড়াছড়ি সদর এলাকায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের দলীয় সঙ্গীত এবং শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

কাউন্সিল অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শান্ত চাকমার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের সমন্বয়ক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নরেশ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা ,তৃষ্ণাঙ্কর চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন

 

বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের সুদীর্ঘ সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইতিহাস রয়েছে যা বর্তমানে উদীয়মান প্রজন্মকে উৎসাহ যোগায়, উৎফুল্ল ও সাহসী করে তুলে। ছাত্রদের দমনে পরিচালিত ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক হামলা ও অপহরণ, হুমকি এখনো চলমান রয়েছে। পাহাড়ে আগে সাম্প্রদায়িক হামলা হতো, এখন তার রূপ বদলানো হয়েছে।এখন বিচ্ছিন্নভাবে পাহাড়িদের হামলার ওপর হামলা করা হচ্ছে। পাহাড়িদের হারানো ভূমি আজ পর্যন্ত কেউ ফেরত পায়নি। বর্তমানেও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় নানাভাবে ভূমি বেদখলের ঘটনা সংঘটিত হচ্ছে।

 

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মিঠুন চাকমা’কে সভাপতি, তৃষ্ণাঙ্কর চাকমাকে সাধারণ সম্পাদক ও প্রাঞ্জল চাকমাকে সাংগঠনিক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নরেশ ত্রিপুরা।

 

কাউন্সিল শেষে শুভেচ্ছা মিছিল ও বান্দরবানে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রিংরং ম্রো-কে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়।
মিছিলটি খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে শুরু হয়ে নারানখাইয়া, উপজেলা পরিষদ কার্যালয় হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে অবিলম্বে রিংরং ম্রোকে নিঃশর্ত মুক্তি, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Related Articles

Back to top button