Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

পিকেটিং বিহীন মহাসড়কে সরকার দলীয় সংগঠনের শান্তি সমাবেশ

বিএনপি- জামায়তের ১২ নেতা কর্মী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মিরসরাই , চট্টগ্রাম  :
বিএনপি জামায়াতের ডাকে হরতালে রোববার সকাল থেকে মিরসরাই উপজেলা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন মিরসরাই উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। সকাল ৭ টায় মহাসড়কে মোটরসাইকেল শোড়াউন করেছে উপজেলা যুবলীগের কর্মীরা।

 

২৯ অক্টোবর ২০২৩ রোববার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল চলাকালে মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চোখে পড়েনি। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম রুটের চয়েস, মিরসরাই এক্সেপ্রেস এবং উত্তরা পরিবহনের কোন বাস ছাড়েনি। তবে সকাল ৭টায় ৮টি চয়েস এবং ৪টি উত্তরা পরিবহন চট্টগ্রাম মাদার বাড়ির উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানা গেছে । এছাড়া সড়কে কয়েকটি লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুর পাল্লার অফিসগামী যাত্রীরা। বিএনপির দাবি পুলিশ তাদের নেতা কর্মীদের বাড়ি ঘরে অভিযান চালিয়ে ধরে নিয়ে যাচ্ছে। থানায় নেওয়ার পর তাদের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হচ্ছে। এভাবে তারা আতংক সৃষ্টি করছে। এই পর্যন্ত (দুপুর ১টা) ২০/২৫জন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।

 

মিরসরাই ও জোরারগঞ্জ থানা সুত্রে জানা গেছে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জোরারগঞ্জ থানায় গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ রফিক উদ্দিন (৫৫) মিঠানালা ইউনিয়ন, মোঃ মামুন (২৫) ৪ নং ধুম ইউনিয়ন, কামাল উদ্দিন (৫০) ওসমানপুর ইউনিয়ন, মোহাম্মদ জাফর (৫০) ওসমানপুর ইউনিয়ন, নজরুল ইসলাম নাঈম (২৫) ওসমানপুর ইউনিয়ন, সাবিল হোসেন সাকিব (৩০) জোরারগঞ্জ ইউনিয়ন, মোঃ ফারুক হোসেন (৩৫) জোরারগঞ্জ ইউনিয়ন, মোহাম্মদ তারেক হোসেন (৩২) জোরারগঞ্জ ইউনিয়ন। মিরসরাই থানায় গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল করিম (৪৫), হোসাইনুল হাসান (৩০), নাজমুল হাসান (২৫) ও মোঃ ইউনুস মিয়া (৩১) (জামায়াত)।

 

জানা গেছে, চট্টগ্রাম-মিরসরাই রুটে মিরসরাই এক্সেপ্রেস, চয়েস ও উত্তরা পরিবহনের বাস নিয়মিত চলাচল করে থাকে। কিন্তু হরতালেরর কারণে চট্টগ্রামের বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়াও চট্টগ্রাম-ঢাকা-ফেনী-নোয়াখালী-লক্ষিপুর-ভোলা এইসব জেলার দূর পাল্লার কোন গাড়ি এই রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর ১টা) ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চোখে পড়েনি।

 

মিরসরই বাজারে নজরুল ইসলাম নামের এক যাত্রী চট্টগ্রাম যাওয়ার জন্য ১ঘন্টা ধরে গাড়ির অপেক্ষায় রয়েছেন। কোন বাস না পেয়ে হতাশা ব্যক্ত করে বলেন, হরতালের কারণে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়েছি। রাস্তায় কোনো বাস পাইনি। যেতে পারবো কিনা চিন্তায় আছি। লেগুনা চালক মিজান বলেন, হরতালের কারণে যাত্রী কম ও আতংক নিয়ে সকালে গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় মানুষ নেই, যাত্রী কম।

এদিকে হরতালের সমর্থনে মিরসরাইয়ের কোথাও পিকেটিং করেনি বিএনপি-জামায়াতের কর্মীরা। উল্টো মহাসড়কে অবস্থান নিয়েছে সরকারদলীয় লোকজন।

মিরসরাই যুবলীগের নেতৃত্বে সকাল সাড়ে ৮ টায় মোটরসাইকেলে মিছিল করতে দেখা যায়। মিরসরাই উপজেলা আলীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় আ.লীগ যুবলীগ,ছাত্রলীগ নেতা কর্মীরা।

 

মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, আমরা সকাল থেকে রাজপথে রয়েছি। মানুষ হরতাল আহবানকারীদের প্রত্যাক্ষান করেছে। বিএনপি হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে বাসায় বসে থাকে। তাদের চরিত্র জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করা। উপজেলার বারইয়ারহাট পৌরসভা,মিরসরাই পৌরসভা সহ জোরারগঞ্জ বিশ্বরোড, মিঠাছড়া,বড়তাকিয়া, কমলদহ,নিজামপুর মহাসড়কে আমাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখনো অবস্থানে রয়েছি। কেউ জানমালের ক্ষতিসাধন করতে আসলে প্রতিরোধ করা হবে।

 

মিরসরাই ইপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন বলেন, আমাদের কেন্দ্র ঘোষিত হরতাল জনগন স্বতসফুর্ত ভাবে পালন করছে। কোন যানবাহন সড়কে বের হয়নি। এটা সরকারের পরাজয়। সরকারী দল ভয়ভীতি সৃস্টি করে মানুষকে দমিয়ে রাখতে চায়। বিভিন্ন গ্রামে বিএনপি নেতা কর্মীদের বাড়ি ঘরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করছে। গতকাল রাত থেকে এই পর্যন্ত আমাদের দলের ২০/২৫জনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মহাসড়কে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড এড়াতে পুলিশ তৎপর রয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ দায়িত্ব পালন করছে। অপরাধে জড়িত সন্দেহে বিভিন্ন মামলার ৪ জনকে আটক করছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, পুলিশ জানমালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে। বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করে চালান করা হয়েছে।

Related Articles

Back to top button