পাহাড়ে ব্যতিক্রমী দাবিতে বিশ্ব গ্রামীন নারী দিবস ২০২৩ উদযাপিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
“ নিজেদের অধিকার , নিরাপত্তা ও মর্যাদা রক্ষার্থে ঐক্য বদ্ধ হোন, আন্দোলনে যোগ দিন, নারী সহ ৬০০ জনের বিরুদ্ধে দায়ের কৃত হয়রানী মুলক মামলা প্রত্যাহার করতে হবে , সুমন চাকমাকে নিঃশর্ত মুক্তি এবং বিজিবি সহ নিরাপত্তা বাহিনির হয়রানী জুলুম বন্দ কর, সিমান্ত টহলের নামে গ্রামবাসীর উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চলবে না।” শ্লোগানে গন অধিকার রক্ষা কমিটি ও পার্বত্য নারী সংঘের যৌথ উদ্যোগে বিশ্ব গ্রামীন নারী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৩ রবিবার সকালে গন অধিকার রক্ষা কমিটির যুগ্ন আহবায়ক অনিল চন্দ্র চাকমার সভাপতিত্বে পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশ্ব গ্রামীন নারী দিবস উপলক্ষে জেলার পানছড়ির লোগাং বাবুড়া পাড়ায় গন সমাবেশ ও নাটিকা প্রদর্শন করা হয়।
গন সমাবেশে বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ লোগাং বিজিবি কর্তৃক রিন্টু চাকমা কে আটক ও পুজগাং এলাকায় গ্রামবাসী কর্তৃক তাকে ছিনিয়ে নেয়। পরে বিজিবি কর্তৃক সুমন চাকমাকে আটক করে ১৩ জনের নাম প্রকাশ করে ও অজ্ঞাত ৬০০ জন নারী পুরুষের নামে থানায় মামলা হয় । অবিলম্ভে মামলা প্রত্যাহার ও আটককৃত সুমন চাকমাকে মুক্তির দিতে হবে। অন্যাথায় কঠোর আন্দোলন হবে বলে হুসিয়ারী করেন। এছাড়াও সিমান্ত সংলগ্ন ছয়টি বিজিবি ক্যাম্পের সদস্যদের কে কোন প্রকার সহযোগীতা ও তাদের কাছে কোন প্রকার প্রয়োজনীয় নিত্য পন্য বিক্রি না করার আহবান জানান।
এ সময় গণ অধিকার রক্ষা কমিটির যুগ্ন সদস্য সচিব রমেল মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা , গন অধিকার রক্ষা কমিটির যুগ্ন আহবায়ক অনিল চন্দ্র চাকমা,সদস্য সচিব মিসেস সুজাতা চাকমা, পার্বত্য নারী সংঘ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরিনীতা চাকমা প্রমুখ।
উল্ল্যেখ্য , গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ১০ টায় অবৈধ হুন্ডি ব্যবসায়ীরা টাকা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার পানছড়ির সিমান্ত সংলগ্ন লোগাং বিজিবি ক্যাম্পের চেক পোষ্টে মোটর সাইকেল চালক সহ রিন্টু চাকমা কে সন্দেহজনক ভাবে থামানো হলে বস্তার ভিতর টাকার বান্ডিল সদৃশ্য আঁচ করতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার আটক করেন।
আটককৃতরা উল্লিখিত টাকার উৎস ও মালিকানা সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় স্থানীয় তিনজন ইউপি সদস্যের উপস্থিতিতে সমূদয় টাকার প্রতিটি নোটের নম্বর উল্লেখ পূর্বক একটি জব্দ তালিকা প্রস্তুত করে । পানছড়ি থানায় আনার পথে পুজগাং বাজারে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে আটককৃত দের সহ টাকার ব্যাগ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় নয়জন বিজিবি সদস্য আহত হয় । বিজিবি ঘটনাস্থল থেকে সুমন চাকমাকে আটক করে ১৩ জনের নাম প্রকাশ করে আরো ৫-৬ শত জনকে অজ্ঞাত করে থানায় মামলা দায়ের করে। তারই প্রতিবাদে গণ অধিকার রক্ষা কমিটির ব্যানারে প্রতিবাদ সমাবেশ চলছে ।