পাহাড়ে বাল্যবিয়ে বন্ধ করে সন্তানকে সুশিক্ষিত করুন – জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
উন্নত বিশ্বে বসবাস করে ২০২৩ সালে ডিজিটাল বাংলাদেশের পার্বত্যাঞ্চলের ৪০% শিশু কিশোর কিশোরীরা এখনো শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্য বিবাহ । আগামী প্রজন্মের সুস্থ ভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটি বড় বাধা। বাল্য বিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি সাধনেও সহায়ক হয় । শিক্ষার আলো এবং স্বাস্থ্যগত কারণে অল্প বয়সের ছেলে মেয়েটি তার নিজের সম্পর্কে সচেতন নয়, সুতরাং পরিবার সম্পর্কে তার ধারণা না থাকা স্বাভাবিক বিষয়। আসুন আমরা সমাজের সকল সচেতন মানুষ সমাজ উন্নয়নে বাল্য বিবাহ প্রতিরোধ করে ,ছেলে মেয়েদের সুশিক্ষিত করি। তাতে দেশ ও জাতির উন্নয়ন হবে।
এছাড়াও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান শুরুতে বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জনগনের ভোগান্তির কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই সাথে তিনি পানছড়ির উন্নয়নের সকল সুবিধা-অসুবিধা’র পদক্ষেপ নিবেন বলে আশাব্যক্ত করেন।
২ মার্চ রোজ বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী উপজেলা পানছড়ি আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান উক্ত কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজর অধ্যক্ষ সমির দত্ত চাকমা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল মোমিন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ,আনন্দ জয় চাকমা, আহির উদ্দিন, চেংগীর মৌজা হেডম্যান শান্তি ময় চাকমা সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।