Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
সারাদেশের মতো পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতেও অনুষ্ঠিত হচ্ছে বই উৎসব।

১ জানুয়ারী ২০২৪ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের স্বনাম ধন্য বিদ্যাপীঠ খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। উৎসবে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা সহ শিশুদের হাতে নতুন বই তুলে দেন পাজেপ চেয়ারম্যান।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও প্রাথমিক শিক্ষা বিষয়ক আহবায়ক প্রফেসর নীলোৎপল খীসা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এবার প্রাথমিক পর্যায়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট শিক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৪ শ ২৪ জন। বাংলা ও ইংরেজি মাধ্যম এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার সহ প্রাথমিক সব শিক্ষার্থীরা শতভাগ পাঠ্যপুস্তক হাতে পেয়েছেন। তবে মাধ্যমিক পর্যায়ে ২৭ হাজার ২ শ ৮৪ জন শিক্ষার্থীদের জন্য ১২ লাখ পাঠ্যপুস্তকের চাহিদা থাকলেও এখনও পাওয়া গেছে ৭ লাখ পাঠ্যপুস্তক।

 

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহ কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

Related Articles

Back to top button