চট্টগ্রাম অঞ্চলসারাদেশ

পাহাড় ধসে মিরসরাই-ফটিকছড়ি সড়কে যোগাযোগ বন্ধ

মিরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি:
বৃষ্টির পানিতে পাহাড় ধসে পড়ার কারণে মিরসরাই উপজেলার সাথে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত ৮ জুলাই বিকালে উপজেলার ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কোপ এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় যোগাযোগ বন্ধ থাকলেও তা সরানোর জন্য সড়ক ও জনপদ বিভাগের কোন উদ্যোগ দেখা যায়নি। এতে এই রাস্তায় চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

 

সরেজমিনে রবিবার (১৩ জুলাই) গিয়ে দেখা যায়, থেমে থেমে জরুরি প্রয়োজনে অল্প কিছু সিএনজি চালিত অটোরিক্সা আর মোটরসাইকেল ছাড়া সকল ধরণের যান চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। সিএনজি চালিত অটোরিক্সা থেকে যাত্রীরা নেমে ঠেলে ঠেলে গাড়ি পার করছেন।

 

জানা গেছে, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়ক এটি। প্রতিদিন সিএনজি অটোরিক্সা, বাইক, মালবাহী গাড়িসহ প্রায় ৫শতাধিক গাড়ি চলাচল করে সড়কটি দিয়ে। তাছাড়া এখানে পাহাড়ের বেশকিছু অংশে চাষ হয় লেবু। এখানকার লেবু, চট্টগ্রাম শহর, ফেনী, কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে বিক্রির উদ্দেশ্য নেয়া হয়। এই কয়দিন রাস্তা বন্ধ থাকার কারণে লেবু তোলা বন্ধ রেখছে চাষীরা।

 

স্থানীয় বাসিন্দা লেবুচাষী আলাউদ্দিন জানান, ৫ দিন পার হয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগের লোকদের দেখা মেলেনি। আজ ৫ দিন অতিবাহিত হচ্ছে কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন বিপজ্জনক অবস্থার সমাধানে কারো নজর নেই।

 

পাঁচ দিন সড়ক বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, পাঁচ দিন নয় তিন দিন হয়েছে সড়কে পাহাড়ের মাটি পড়েছে। বৃষ্টির জন্য কাজ করা যেত না। আজকে রাতে এস্কেভেটর গিয়ে পৌঁছাবে। আগামীকাল সকাল নাগাদ সড়কের উপর থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।

Related Articles

Back to top button