পাহাড়ে বনাঞ্চলের পরিবেশ পুনরুদ্ধার অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts।Progress Review and Planning Meeting) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ জুলাই সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নের অরন্য ফাউন্ডেশন ও REDAA তত্ত্বাবধানের বলি পাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) ‘র আয়োজনের অরন্য ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং সঞ্চালনায় বিএনকেএস প্রোগ্রাম পার্টনার লীড কর্মকর্তা ক্যবাথোয়াই সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ – আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল ইসলাম, অরন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো: কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার আমীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,পাহাড়ে প্রকৃতি পরিবেশ সংরক্ষণ না করা গেলে এক সময় প্রাকৃতির আঘাতে মানুষ ও থাকবে না। শংঙ্খ নদের সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট বনাঞ্চল সহ সর্বস্তরে গাছ,বাঁশ, জুম কাটা থেকে বিরত থাকার, জন সচেতনতা সৃস্টি করতে পারলে বৃক্ষ রোপন কর্মসূচী ও সংরক্ষণের প্রকল্পের বাস্তবায়ন করার সম্ভব এবং সর্বন্তরে সহযোগীতার আহবান জানান। সভা শেষে প্রন্তিক জনগোষ্ঠি উপকার ভোগীদের বৃক্ষ চারা বিতরণ করা হয়।