Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পাহাড়ের শিশু শিক্ষার আতুরঘর পাড়াকেন্দ্র ২০ মাস পর চালু হচ্ছে

চেঙ্গী দর্পন প্রতিবেদক,গুইমারা ,খাগড়াছড়ি  :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১৬৫ টি সহ দীর্ঘ ২০ মাস পর চালু হচ্ছে পাহাড়ের শিশু শিক্ষার আতুরঘর পাড়াকেন্দ্র। পার্বত্য চট্টগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাধ্যমে ৪৮০০ পাড়া কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সেবা কার্যক্রম করে থাকে। দীর্ঘ ২০ মাস বন্ধ থাকায় বিপাকে পড়ে স্হানীয় জনগোষ্ঠী।

 

প্রকল্প সংশ্লিষ্ট পাড়াকর্মীরা জানান ২০২৩ সালের জুন মাসে শেষ হয় প্রকল্প।এতে করে থমকে যায় সেবাদান কার্যক্রম। এরপর চরম অনিশ্চয়তায় পরে প্রকল্পের ৪৮০০ পাড়াকর্মী ও প্রকল্প চালু হওয়ার বিষয়টি। অবশেষে অন্তবর্তীকালীন সরকার গত ১৮ সেপ্টেম্বর ২৪ তারিখে একনেকের প্রথম সভায় প্রকল্পটি অনুমোদন দেয়। অক্টোবর ২৪ থেকে শুরু হয়ে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ ধরা হয়েছে।

 

আবার চালু হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রান্তিক মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। পাড়াকেন্দ্রের মাধ্যমে শিশু, কিশোরী ও নারীদের নিয়ে স্বাক্ষরতা কর্মসূচী, নারীদের আয়রণ ট্যাবলেট ও শিশুদের শিক্ষা এবং পুষ্টি কার্যক্রম পরিচালিত হয়।

 

আগামী ৫ বছরে এ প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এরমধ্যে ৩০০ কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার আর ১০০ কোটি দিবে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনিসেফ।

 

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলার পরিচালক (ডিপিএম) মতিউর রহমান বলেন ইতিমধ্যে প্রকল্পের পরিচালক(পিডি) নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা ব্যাবস্হাপক, ফিল্ড অফিসার ও পাড়াকর্মীদের নিয়োগ চুড়ান্ত শুরু হয়েছে।

খুব শীগ্রই পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠী আগেরমত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাধ্যমে পরিচালিত পাড়াকেন্দ্রে সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

Related Articles

Back to top button