খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ (গনতান্ত্রিক)এর বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি’র) পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট ‘ইউপিডিএফ’ (গণতান্ত্রিক) এবং এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ।
১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চেঙ্গী স্কোয়ারে গিয়ে সমাবেশ করে। এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বক্তব্য রাখেন।
সমাবেশে ইউপিডিএফ’র কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি’র) কেন্দ্রীয় সহ-সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক কলিন চাকমা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিলম্বে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি’র) পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।