পার্বত্য খাগড়াছড়ি সমতলের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে ; পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা
৭৫ প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম আর পিছিয়ে নেই। পার্বত্য এলাকা সমতলের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তিনি সবকিছুই বাস্তবায়ন করে থাকে। হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ এবং স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
২৭ জানুয়ারি শনিবার দুপুরে জেলা শহরের অফিসার্স ক্লাবে মতবিনিময় সভার পরপরে মহিলা ই-কমার্স প্রফেশনাল প্রতি উপজেলার ২৫জন করে খাগড়াছড়ি সদর উপজেলা, মাটিরাঙ্গা ও দীঘিনালা উপজেলা থেকে মোট ৭৫জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।
এ উপলক্ষ্যে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হার পাওয়ার প্রকল্পের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন এবং মহিলা ই-কমার্স প্রফেশনাল এর প্রশিক্ষণার্থী তেজশ্রী চাকমা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোঃ শাহজাহান,উপজেলা আইসিটি অফিসার সলিল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।