খাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির মুসলিম পাড়ায় আগুনে পুড়েছে স’মিল

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার সংলগ্ন মুসলিম পাড়ায় রাতের আঁধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৫ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে পার্শ্ববর্তী লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

 

স্থানীয়রা জানান, শবে বরাতের রোজা রাখতে সেহেরী খেতে উঠলে মনির মেম্বার টিম্বার এন্ড স’ মিলে আগুনের ধোয়া দেখে। আগুন আগুন চিৎকার দিলে লোক জন ছুটে আসে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরই মধ্যেই উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পাশে নদী থাকায় আধাঘন্টায় সম্পূর্নভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

স্থানীয়দের ধারনা, হয়ত বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হতে পারে। আবার কারো কারো মতে স’ মিলের কাঠের ভুসিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সব মিলিয়ে এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

 

স’ মিল পরিচালনাকারী মনির মেম্বারের ছেলে মো. আবছার জানান, হয়তো কেউ শত্রুতা বশত আগুন লাগিয়ে দিয়েছে। এতে তাদের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল তাৎক্ষণিক রাতেই উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশ পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিজন বিশ্বাস জানান, রাত তিনটায় আগুন লাগার খবর পান।মুহুর্তেই ছুটে এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে পড়েন। স’ মিলেই আগুনের উৎপত্তি। মিলের সাথে লাগানো ঘরবাড়ি ছিলো। সময়মতো জানা না গেলে বড় ধরণের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটতো।

Related Articles

Back to top button