Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়ির ইউপি নির্বাচনের ৩ ওয়ার্ডের কাল ভোট গ্রহন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
নানা সংশয় নিয়ে জেলার পানছড়ি উপজেলার সর্বশেষ ধাপের ইউপি নির্বাচনের ২টি বন্ধ ঘোষিত কেন্দ্র ও ১টি সমভোট কেন্দ্রের পুনঃ ভোট গ্রহন আগামীকাল ২১ মার্চ ২০২২ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সর্বশেষ ধাপে ৭ ফেব্রুয়ারী ২০২২ পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি তে নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচনি সহিংশতা ও জাল ভোটকে কেন্দ্র করে ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রের মধ্যে একটি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ১৭৮৪ ভোটার ও ৮ নং ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৮৪৪ জন ভোটার । মোট দুটি কেন্দ্রে ৪৬২৮ জন ভোটারের ভোট গ্রহন করা হবে। এখানে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগন নির্বাচিত হওয়ার বাকি রয়েছেন । অপর দিকে ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২ জন প্রার্থী সমান ভোট পাওয়ায় রোহিন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুনঃ ভোট আগামীকাল ২১ মার্চ ২০২২ সোমবার সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলবে।

পুনঃ ভোট গ্রহন নিয়ে সহিংশতা ও ভোট কারচুপির সংশয় প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম ও উচিত মনি চাকমা একই সাথে ৫নং ও ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ওবাযদুল হক আবাদ ও রুপায়ন চাকমা। প্রার্থীগন বলেন, আমরা ৭ ফেব্রুয়ারী ২০২২ প্রশাসনের সহযোগীতায় অবৈধ ভোট কারচুপি বন্ধ করাতে পারলেও পরবর্তীতে ভোট চোরদের হামলার শিকার হয়েছি। আমরা চাই ভোটারগন সুষ্ঠভাবে যেন ভোট দিতে পারে।

এদিকে স্থগিত কেন্দ্র সমুহে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও পানছড়ি থানা পুলিশ তৎপর। থানা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী বিফ্রিং প্যারেড চলাকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আনচারুল করিম বলেন, মোট তিনটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ও সুষ্ঠ ভোট গ্রহনে পুলিশ ও আনসার বাহিনিকে সজাগ দৃষ্টি দিতে হবে। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে নিজ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রিকল চাকমা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এর ১৫ মার্চ ২০২২ তারিখের চিঠি মুলে পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের বিশৃঙ্খলা ও ভোট অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত চেয়ারম্যান ,২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, ৫ নং সাধারন ওয়ার্ডের সদস্য নির্বাচিত করতে ১টি ভোট কেন্দ্র ও ৮ নং ওয়ার্ডের সাধারন সদস্য ,৩ নং সংরক্ষিত সদস্য সহ চেয়ারম্যান প্রার্থীদের পুনঃ ভোট গ্রহন হবে । এছাড়াও ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২ জন প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানেও পুনঃ ভোট গ্রহন করা হবে। আমরা সুষ্ঠ নির্বাচন দিতে সকল প্রশাসন ও ভোটার গনের সহযোগীতা কামনা করছি।

Related Articles

Back to top button