Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ৩ বিজিবি-র সেলাই মেশিন বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে লোগাং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন এর প্রশাসনিক কার্যালয়ের সামনে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

 

১২ ডিসেম্বর ২০২২ সোমবার সকালে ৩ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি অসহায় দুস্থ পরিবারের মাঝে ৪ টি সেলাই মেশিন বিতরণ করেন । এ সময় অন্যান্যদের মধ্যে লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা ও চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা উপস্থিত ছিলেন।

 

উপকার ভোগী পানছড়ির উপজেলার সাওতাল পাড়ার হাসিনা আকতার , ফাতেমা নগর গ্রামের মোমেনা খাতুন , মেহেরুন্নেছা ও মরিয়ম বেগম জানান, আমরা সেলাই কাজ শিখে অর্থনৈতিক অভাবের কারণে মেশিন কিনতে পারছিলাম না। বিজিবি জোনে আবেদন করলে উনারা আমাদের দারিদ্রতা বিমোচণে সহযোগতিা করতে সেলাই মেশিন প্রদান করেন। আমরা এখন শ্রমের মাধমে সেলাই মেশিনে কাজ করে সুখে স্বাচ্ছন্দে দিন কাটাতে পারবো।

 

৩ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম বলেন, পার্বত্যাঞ্চলে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগীতায় বিজিবি সব সময় কাজ করে যাচ্ছে । সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও সহযোগীতায় বিজিবি -র এরূপ জন কল্যানমুখি কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button