পানছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাড়াতে উপজেলা মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর ২০২২ সোমবার সকালে পানছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
অন্যান্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, প্রানী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা ,থানা তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ,আহির উদ্দিন, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা সহ সকল ইউপি সদস্যগন, মসজিদের ইমাম ,মন্দির ও উপসানালয়ের ধর্মীয় গুরু গন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন ,পার্বত্যাঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের ও ধর্মের মানুষ বসবাস করে । এখানে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। অন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা সহ অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে হবে। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।