পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও সনদ বিতরণ
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতার সনদ,মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রনিকস ডিভাইস ট্যাব,সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ঋণ বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই ২০২৩ ,সোমবার দুপুরে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম সম্পন্ন হয়।
উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা ) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের প্রতিটি কোনায় কোনায় উন্নয়নের ছোঁয়া পৌছাতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্গম পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে আজকে এ সব ট্যাব বিতরণ করা হলো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ হারুন উর রশীদ, উপজেলা প্রকৌশলী আবদুল খালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপণ চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, আহির উদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুণ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ১২৬ টি ট্যাব , জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে ৩৩ টি হতদরিদ্র পরিবার এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ৭০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ২,১০,০০০/- টাকা প্রদান , সমাজ সেবা অফিস কর্তৃক ৩০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১০ লক্ষ টাকার ঋণ বিতরণ এবং পানছড়ি কৃষি ও বনবিভাগ এর পক্ষ থেকে যৌথভাবে ২০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়।