পানছড়িতে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শুরু
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে প্রাথমিক ও ম্যাধমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। উপজেলার ৫ টি ইউনিয়নের ৭৯ টি প্রাথমিক বিদ্যালয়, ১১টি মাধ্যমিক ও ২টি মাদ্রাসায় চলছে বই বিতরণ কার্যক্রম।
১ জানুয়ারী ২০২২ শনিবার সকালে উপজেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল মোমিন ও পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমুহেও বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকগনের তত্বাবধানে বই বিতরন করা হয়েছে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, স্ব স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ¦সিত।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ৭৯টি প্রাথমিক,১১টি মাধ্যমিক ও ২টি মাদরাসায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। বই বিতরণের প্রথম দিনেই ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া লক্ষে কাজ করা হচ্ছে।