পানছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ( খাগড়াছড়ি) : যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত হয়েছে। প্রভাতের সূর্য উঠার সাথে সাথে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠন দিবসটি উপলক্ষে নানানরকম অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে, পানছড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আওয়ামীলিগের অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দ, উপজেলা বি.এন.পি ও সহযোগী সংগঠন সমুহ , জাতীয় পার্টি, দুর্নীতি প্রতিরোধ কমিটি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সামাজিক সংগঠন সমুহ।
আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত হয়েছে। । এছাড়াও দিনের সুবিধা জনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।