পানছড়িতে যুব রেড ক্রিসেন্ট এর করোনা সচেতনমূলক প্রচারনা
মো:ইসমাইল,চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সকলের ন্যায় যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিট কর্তৃক শুরু হয় করোনা প্রতিরোধ ও সচেতনমূলক প্রচারনা।
৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় এ কার্যক্রম শুরু হয়। প্রচারনার প্রথম দিনে যুব রেড ক্রিসেন্ট,পানছড়ি উপজেলা ইউনিটের সদস্যরা পানছড়ির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাইকিং প্রচারনা করে।
নিয়মিত মাস্ক পরিধান,সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া,কমপক্ষে ৩ ফুট সামাজিক দুরত্ব বজায় রাখা,গণপরিবহন ও বিশাল জনগমের মধ্যে না থাকা, হাঁচি,কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য উৎসাহিত করে । এছাড়াও করোনার প্রথম ডোজের টিকা গ্রহন করে থাকলে ৮ সপ্তাহ পর স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করে ।
যুব সদস্যরা জানান,তাদের এ কার্যক্রম পূর্বের মতো করে সবসময়ই অব্যাহত থাকবে।