Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি  :
জেলার পানছড়িতে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।

 

 

৬ ডিসেম্বর ২০২৩ , বুধবার ১১ টায় উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটির আওতায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে দরিদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান লক্ষে ৩৩ টি ছাগল ও ১৪ টি শুকর ১৮ জন দরিদ্র জেলে পরিবারের মাঝে বিতরণ করা হয়।

 

বিতরণকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , শরৎ কুমার ত্রিপুরা ,সহকারী পরিচালক, মৎস্য সম্পদ অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ সহ উপকারভোগী গন উপস্থিত ছিলেন ।

Related Articles

Back to top button