পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িত বাজার এলাকায় রমজানে বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
০৩ এপ্রিল ২০২৩ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এই জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ও কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৩ ধারাসহ বিভিন্ন ধারায় পণ্যের মূল্য তালিকা না থাকায়,দোকানে মেয়াদ উর্ত্তীন মালামাল রাখায় ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ব্যবসায়ীদের সতর্কতা করে বলেন সরকারের আইন মেনে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নয়তো আমাদের এই জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা , সেনেটারী ইন্সপেক্টর মাকসুদুর রহমান ও থানা পুলিশ সহযোগীতা করেন।