Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যেগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

৪ মে ২০২৩ বৃহস্পতিবার সকালে শোভা যাত্রাটি পানছড়ি কলেজ সংলগ্ন সঙ্গ মৈত্রী বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও জিরো পয়েন্ট প্রদক্ষিন করে পুনরায় বিহারে গিয়ে শেষ হয়।

 

মঙ্গল শোভাযাত্রায় পার্বত্য ভিক্ষু সংঘের পানছড়ি উপজেলা শাখার সভাপতি যুগান্তর চাকমা, সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য সতিশ চন্দ্র চাকমা, সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, শান্তিপুর অরণ্য কুটির পরিচালনা কমিটির সম্পাদক সুব্রত চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী অরুন বিকাশ চাকমা, বৌদ্ধ বিহার সমুহের বিহারাধ্যক্ষ গন, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারন সম্পাদক পরিমল চাকমা সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো পূণ্যার্থী অংশ গ্রহন করেন।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, এ দিনটিতে গৌতম বুদ্ধের শুভ জন্ম দিন, বুদ্ধত্বলাভ ও মহা পরিনির্বাণ লাভ করার ফলে বৈশাখী পূর্ণিমা বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তাই এ দিনটি বৌদ্ধরা স্মরণীয় করে রাখতে আনন্দ উৎসবে মেতে থাকেন। ত্রিস্মৃতি বিজরিত এ পবিত্র দিনটির প্রভাবে সকল হানাহানি- মারামারি, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক।

 

পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, পবিত্র এ দিনটি শ্মরণে পানছড়িতে দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শেষে এক ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় দেশনা, সংঘদান, অষ্টপরিস্কার দান সহ সন্ধ্যায় আকাশবাতি উত্তোলন করা হয়।

Related Articles

Back to top button