পানছড়িতে “বিশ্ব কুষ্ঠ দিবস” পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক. পানছড়ি,খাগড়াছড়ি :
আত্ম মর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় কুষ্ঠ কর্মসুচী এবং স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগীতায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।
২৮ জানুয়ারী ২০২৪ রোববার সকালে র্যালি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, কুষ্ঠ প্রাচীনতম একটি রোগ। কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত এর চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিদর্শী চাকমা, স্বাস্থ্য পরিদর্শক রবি জ্যোতি চাকমা, নার্সিং সুপার ভাইজার সাকি চাকমা সহ কুষ্ঠ রোগী ও রোগ নিরাময় হয়েছে এমন ৩০ জন অংশ গ্রহন করেন।