খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি  :
শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জেলার পানছড়িতে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণে বিনম্র শ্রদ্ধা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার অন্ জন দাশ , প্রশাসনিক সকল কর্মকর্তাদের নিয়ে শহীদ বেদিতে পুস্প স্তবক অর্পন করেন। এর পর পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার ডিফেন্স ,উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন।

 

 

সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার , পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

 

পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করে ও অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি সহ স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Related Articles

Back to top button