পানছড়িতে বিজয়া দশমীতে চেঙ্গী নদীতে র্যালীর মাধ্যে দিয়ে প্রতিমা বির্সজন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার সদর ইউপি ও লতিবান ইউপির মিলন মুখের চেঙ্গী নদীতে বর্ণাঢ্য মোটর শোভা যাত্রার মধ্যে দিয়ে সনাতন ধর্মীয় ভক্তরা অশ্রুসিক্ত নয়নে ভক্তি অঞ্জলী দিয়ে জয় জোয়ারে ঢাক কাসর বাজিয়ে দেবী দূর্গাকে বির্সজন দিলেন।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে হাজারো ভক্তের জয়ধ্বনি আর উলুধ্বনিতে চেঙ্গী নদীর দু’কোলে ভক্ত দর্শনার্থী সকলের উপস্থিতিতে ৩টি পুজা মন্ডপের প্রতিমা নিরঞ্জন উৎসব একটা সার্বজনীনতা লাভ করে। এছাড়াও লোগাং বাজার সহ আশপাশ, কুড়াদিয়া ছড়া ও বাউড়া পাদার প্রতিমা সমুহও চেঙ্গী নদীতে অশ্রুসিক্ত নয়নে ভক্তি অঞ্জলী দিয়ে জয় জোয়ারে ঢাক কাসর বাজিয়ে দেবী দূর্গাকে বির্সজন দিয়েছেন।
পানছড়ি উপজেলা পুজা উদযাপন পরিষদ বিজয়া দশমী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরেও আয়োজন করেছে বিজয়া মোটর যান র্যালী।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম বলেন, কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই আমি সহ আমার উপ পুলিশ পরিদর্শক গন ও ফোর্স সহ আনসার ভিডিপি সদস্যরা নিরাপত্তা ও সুশৃঙ্খল বজায় রাখতে ধৈর্য্য সহকারে দায়িত্ব পালন করেছেন।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পানছড়ি সদর দেবালয় মন্দিরের সভাপতি বিজয় কুমার দেব বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। আজ এদেশে প্রতিটি ধর্মের উৎসবে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে অংশ নিয়েছে। আমরা সকল প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সহযোগীতা পেয়েছি।