পানছড়িতে নতুন বই হাতে উচ্ছাসিত শিক্ষার্থীরা
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি, খাগড়াছড়ি :
নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে উচ্ছাসিত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিশু- কিশোর শিক্ষার্থীরা।
১ জানুয়ারী ২০২৩ রবিবার সকালে উপজেলার সকল প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক ও মাদরাসা সমুহে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বই উৎসবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা,প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তাগন , ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আহির উদ্দিন , আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সভাপতি গন উপস্থিত থেকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন করা হয়।
পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ পূর্ব সমাবেশে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বলেন, বৈশ্বিক মহামারি ও বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সত্ত্বেও বিগত বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথা সময়ে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন। সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ণে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে।