পানছড়িতে দু ইটভাটায় জ্বালানীকাঠ জব্দ ও জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে দুইটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ জ্বালানি কাঠ জব্দ এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
২৫ জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান ভ্রাম্যমান আদালতে কাঠ জব্দ ও জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা বন কর্মকর্তা জাহেদুল ইসলাম, পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সাভিসের সহায়তায় নালকাটা এলাকার মো: মনির হোসেন এর মেসার্স এমএসআর ব্রিকস ও রফিকুল ইসলাম বাদল এর সততা এন্টারপ্রাইজ নামক ইটভাটাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫খ্রি:, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩খ্রি: অনুযায়ী প্রত্যেকটি ইটভাটার মালিককে ৭০০০০/- (সত্তর হাজার) টাকা করে সর্বমোট: ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান বলেন , উক্ত ইট ভাটা গুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগ রয়েছে। তবে পরিবেশ সংরক্ষনে পরবর্তীতে অভিযান অব্যাহত থাকবে।