পানছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি তে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা কর্তৃক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উপজেলার ৫ টি ইউনিয়নে শুরু হয়েছে।
১১ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৫ ইউনিয়নের ৩১ কেন্দ্রের ১১-১৪ ডিসেম্বর ২০২১ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিনের ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইনের উদ্ভোধন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের পাড়া কেন্দ্র সমুহে ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের ১,০০,০০০ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল ১২৭৩ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২,০০,০০০ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল ৭২১৫ জন শিশুকে খাওয়ানো হবে। এভাবে প্রতিদিন ৩০ টি কেন্দ্র এলাকা হিসাবে ৪ দিনে মোট ১২০ টি কেন্দ্র এলাকায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, সেনেটারী ইন্সপেক্টর তযিম চাকমা, ইপিআই ইনচার্জ ললেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।