Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি : “ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” স্লোগানকে সামনে রেখে পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

২২ অক্টোবর ২০২২ শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রশাসনিক কর্মকর্তাগন ছাড়াও উপজেলা ট্রাক্টর -চালক ও মালিক সমিতি, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সমিতি, সিএনজি চালক সমিতি, ব্যাটরি চালিত অটো রিকসা চালক সমিতির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনি প্রতিদিনই অক্লান্ত পরিশ্রম করছে । প্রশাসন চেষ্টা করছে সড়কে যেন আর একটি মৃত্যুও না ঘটে। সড়কে চলতে হলে আইন মানতে হবে। কেউ আইন ভঙ্গ করলে মামলা সহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Related Articles

Back to top button