Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে কৃষক তথ্য ও পরামর্শ প্রদান প্রক্রিয়া শক্তিশালীকরন বিষয়ক কর্মশালা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ইউপি সদস্য-সদস্যাদের নিয়ে কৃষক তথ্য ও পরামর্শ প্রদান প্রক্রিয়া শক্তিশালীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১১ ডিসেম্বর ২০২২ রবিবার দিনব্যাপি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কৃষকের নানাবিধ সমস্যা দুরীকরণে ও বিভিন্ন সহযোগীতা প্রাপ্তিতা নিয়ে আলোচনায় অংশ নেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, লিডারশীপ টু এনশিউর এডইকুয়েট নিউট্রিশন (লিন) উপজেলা কো অর্ডিনেটর ডরথি চাকমা, মহিলা ইউপি সদস্যা মন্দিরা চাকমা, লিন উপজেলা ফ্যাসিলেটেটর নিক্সন চাকমা,সুজন চাকমা সহ ইউপি সদস্যগন।
এ সময় কৃষকের ফসল উৎপাদনে ও বাজার জাতকরণে নানা প্রতিকুলতা সহ কৃষি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।