পানছড়িতে ওএমএসের চাল বিক্রি শুরু
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির রোধে খাগড়াছড়ির পানছড়িতে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ এই চাল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি এ সময় বলেন, চালের বাজার দর স্থিতিশীল রাখতেই সরকার ওএমএস কার্যক্রম চালু করেছেন। উপজেলার ৬ টি পয়েন্টে ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি করা হবে। ডিলার প্রতি বরাদ্দ ২ মেট্রিক টন। একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে। আগামী তিন মাস এ কার্যক্রম চলবে।
এ সময় পানছড়ি উপজেলা খাদ্য পরিদর্শক ভুপতি বিকাশ চাকমা, খাদ্য গুদাম কর্মকর্তা মনি শংকর দেওয়ান, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয় নাথ দেব, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।