Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে একাত্তরের মুক্তিযোদ্ধাদের মাঝে ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি : জেলার পানছড়িতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং সনদ বিতরণ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ তার কার্যালয় হতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রেরিত ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং সনদ বিতরণ করেন।
পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জীবিত বীর মুক্তি যোদ্ধারা ডিজিটাল আইডি কার্ড পাচ্ছেন। আর মারা গেছেন যে সব মুক্তিযোদ্ধা, তাদের পরিবারকে দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট। এছাড়া জেলা ভিত্তিক সার্টিফিকেট ও কার্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত তালিকা যাচাই করে বিতরণ করতে হবে।